সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবনমন হলো। সুখী দেশের তালিকায় বাংলাদেশ ১০ ধাপ পিছিয়ে এখন ১২৫ তম স্থানে রয়েছে।।
জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) "" বিশ্ব সুখী প্রতিবেদন --২০১৯ "" প্রতিবেদন প্রকাশ করে গতকাল।
প্রতিবেদনে জানানো হয়েছে, এবারে বাংলাদেশের অবনমন হয়েছে ১০ ধাপ এবং বাংলাদেশ ১১৫ তম স্থান থেকে ১২৫ তম স্থানে চলে গেছে। পাকিস্তানের অবস্থান ৬৭ তম,ভারতের অবস্থান ১৪০ তম, নেপালের অবস্থান ১০০ তম, ভুটানের অবস্থান ৯৫ তম, শ্রীলঙ্কার অবস্থান ১৩০ তম। একইসাথে বলা হয়ছে দক্ষিন এশিয়ার দেশগুলোর মধ্যে সবার সেরা পাকিস্তান এবং পাকিস্তানের অবস্থান ৬৭ তম। আর দক্ষিন এশিয়ার সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান রয়েছে ১৫৪ তম স্থানে।
🔰🔰🔰সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড 🔰🔰🔰
🔰🔰🔰সবচেয়ে অসুখী দেশ দক্ষিণ সুদান 🔰🔰
🔰🔰 এশিয়ার সবচেয়ে সুখী দেশ ইসরায়েল 🔰🔰
🔰🔰দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখী দেশ পাকিস্তান🔰
চলুন জেনে নিই বিশ্বের শীর্ষ ১০ সুখী দেশের তালিকা ;
১. ফিনল্যান্ড
২.ডেনমার্ক
৩. নরওয়ে
৪. আইসল্যান্ড
৫. নেদারল্যান্ডস
৬. সুইজারল্যান্ড
৭. সুইডেন
৮. নিউজিল্যান্ড
৯. কানাডা
১০. অস্ট্রিয়া
চলুন জেনে নিই তালিকার সবচেয়ে ১০ অসুখী দেশ এর তালিকা ;
১.আফগানিস্তান
২. তানজানিয়া
৩. ব্রুয়ান্ডা
৪. ইয়েমেনে
৫. মালাবি
৬. সিরিয়া
৭. বতসোনোয়া
৮. হাইতি
৯. দক্ষিণ সুদান
১০. মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
এছাড়াও যুক্তরাজ্যের অবস্থান ১৫ তম, যুক্তরাষ্ট্রের ১৯, জার্মানী ১৭ তম স্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আরব আমিরাত ২১ তম, সৌদি আরব ২৮ তম, কাতার ২৯ তম, বাহরাইন ৩৭ তম, ইরান ১১৭ তম স্থানে অবস্থান করছে।
বিশ্বের সুখী দেশের তালিকা প্রণয়নে কয়েকটি দিক ও বিষয় বিবেচনা করা হয়েছে। দিকগুলো হচ্ছে ; ভদ্রতা ও মাথাপিছু মোট দেশজ উৎপাদন, সামাজিক স্বাধীনতা, সামাজিক সমর্থন, দূর্নীতির অনুপস্থিতি, স্বাস্থ্যকর জীবনযাপনসহ প্রভৃতি উল্লেখযোগ্য।
3 Comments
Hmm
ReplyDeleteYes
Deleteবাংলাদেশের কি যে অবস্থা । এরকম হলে ভবিষ্যতে পেছাবে আরো
ReplyDelete