Unique পাসওয়ার্ড তৈরির সময় আমাদের যেসব বিষয় লক্ষ রাখতে হবে ;;; চলুন জেনে নিই ;
এখনকার যুগ হচ্ছে আধুনিক উন্নত অনলাইনভিত্তিক ।
অনলাইনভিত্তিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে সকলের একটা প্রোফাইল থাকা আবশ্যক। সেজন্য অনেকেই বিভিন্ন ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ সাইট এ একাউন্ট করে থাকে। সার্ভার, কম্পিউটার, যেকোনো আইসিটি যন্ত্রে নিজেদের রক্ষিত তথ্য ও উপাত্ত এর নিরাপত্তা রক্ষার সাথে সাথে Password টি নিরাপত্তা বজায় রাখার কাজটিও করে থাকে। তাই, সকলের পাসওয়ার্ড Unique হওয়া অবশ্যম্ভাবী।
Unique Password হওয়ার ক্ষেত্রে আমাদের অনেক যেসব বিষয় লক্ষ রাখতে হবে তা নিম্নে দেয়া হলো;;🏆🏆🏆🏆
★★★ পাসওয়ার্ডটি আমাদের নিজের পছন্দের একটি চিহ্ন বা সংকেত ব্যবহার করা যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, প্রিয় কোনো কবিতা, গল্প, উপন্যাস, লেখক, কোনো Historical place, Inventions এর নামগুলো ব্যবহার করা যেতে পারে।
★★ পাসওয়ার্ডটি অবশ্যই একটু বড় আকারের হতেই হবে।
★★* সংখ্যা, চিহ্ন, শব্দ ব্যবহারের ক্ষেত্রে ছোট বড় হাতের letter দিয়ে বানানো যেতে পারে। যার ফলে পাসওয়ার্ডটি কেউ ধারণাই করতে পারবে না।
★★★ অনেকেই একটা বিষয় ভুল হতে থাকে সেটি হলো, তারা নিজেদের পাসওয়ার্ড ডায়েরি, খাতা, আইসিটি যন্ত্রপাতির মধ্যে লিখে থাকে। এ কাজটি ভুলেও কখনো করা উচিত নয়।
উক্ত নিয়মগুলো মেনে চললে আপনার একাউন্ট ১০০% নিরাপত্তায় থাকবে। অনেকে আরও সৃজনশীলতা যোগ করতে পারেন। তাহলেই হয়ে উঠবে একটি Unique password.. ।
উদাহরণ হিসেবে কয়েকটি পাসওয়ার্ডের তালিকা নিচে দেয়া হলো ;
★AmaR_SoNaR_Bangla_AMiTOMAY
★★OrE@NildoRiya
★★★SuRE_SuccSuccESS-HoBE
★★★★LiVE4Score_MeSsi
তবে একটা কথা, পাসওয়ার্ড অবশ্যই মনের মতো রাখার মতো হতে হবে।
3 Comments
Nice
ReplyDeleteOk
ReplyDeleteRight
ReplyDelete