Ad Code

সৌদি-আরবের নতুন কৌশল, ওমরাহজ্বে বিষেশ ছাড়!


সৌদি-আরবের নতুন কৌশল, ওমরাহজ্বে বিষেশ ছাড়!

সৌদি-আরবের নতুন কৌশল, ওমরাহজ্বে বিষেশ ছাড়! netbd21.com
ওমরা হজ্বে বিষেশ ছাড়




প্রতিটি মুসলমানের প্রানে লালিত স্বপ্ন সে যদি একাবার হজ্ব করতে পারত বা রাসূল (সঃ) রওজা জিয়ারতের সুযোগ পেত অবশেষে সেটিই বাস্তব হতে চলছে
সৌদি সরকার তাদের ভিশন ২০৩০ টোয়েন্ট্রি থার্টি অর্জনের উদ্দেশ্যে এবার হজ ও ওমরা হজে ব্যাপক সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। সেইসঙ্গে পর্যটকদেরও সুবিধার আওতায় আনা হয়েছে। বুধবার দেশটির মন্ত্রিসভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
খবরে বলা হয়েছে, মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী হজ ও ওমরাহ যাত্রীদের ভিসার ফি দুই হাজার সৌদি রিয়াল থেকে কমিয়ে মাত্র ৩০০ রিয়াল নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে একাধিকবার ওমরাহ পালনের জন্য ভিসা ফিও বাতিল করেছে রিয়াদ।
সৌদি গণমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগের আইনে দেশটিতে ওমরাহ পালনের জন্য যাত্রীদের ভিসা ফি বাবদ টানা তিন বছর ২ হাজার সৌদি রিয়াল দিতে হতো। নতুন এই আইনের ফলে সেটি আর থাকছে না।
উল্লেখ্য, বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান দায়িত্ব নেওয়ার পর তেলের ওপর নির্ভরশীলতা কমাতে ২০৩০ সাল পর্যন্ত একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। আর সেই পরিকল্পনা বাস্তবায়নে দেশটিতে ব্যাপক সংস্কার করছেন তিনি।
এর অংশ হিসেবে দেশটিতে নারীদের গাড়ি চালানো, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা, কনসার্ট, সিনেমা হল চালুসহ বেশ কিছু বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে। যা নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছেন বর্তমান বাদশা সালমান।
এদিকে, মন্ত্রিপরিষদের ভিসা ব্যবস্থা পুনর্গঠনের বিষয়ে রাজকীয় ফরমান জারি করায় দেশটির হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন বাদশাহ সালমান ও যুবরাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এর অংস হিসেবে সকল মুসলিম ওমরা সুযোগ পেলে সৌদির অর্থনৈতিক মন্দা ভাব ও কাটবে পক্ষান্তরে সকল মুসলিম ওমরা হজ্বের সুযোগ পাবে।

Reactions

Post a Comment

0 Comments