ভার্চুয়াল জগতে ন্টারনেটের মালিক 


ইন্টারনেট-Internet
ইন্টারনেট 


বর্তমান যুগে আমরা না খেয়ে থাকতে পাড়ি অথবা দু-তিন দিন না ঘুমিয়ে থাকতে পাড়ি কিন্তু ইন্টার নেট ছাড়া থাকতে পারি না। কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন জাগে নি এই ইন্টার নেট কিভাবে কাজ করে? কিভাবে আমাদের ডিবাইসে আসে? বা এই ইন্টারনেটের মালিক বা কে? কে পরিচালনা করে এই ইন্টার নেট এমন আজব আজব অজানা প্রশ্নের উত্তর জানাচ্ছি এই পোষ্টে,চলুন বিস্তারিত যেনে নেওয়া যাক,,,

বাংলাদেশে সহ প্রত্যেকটি দেশ ইন্টারনেটের সাথে যুক্ত। কখনো কি ভেবে দেখেছেন সকলের কাছে এই ইন্টারনেট কিভাবে পৌছায়? সাধারন ভাবে আমরা মনে করি ইন্টারনেট স্যাটেলাইটেরর মাধ্যমে কাজ করে। বাস্তবটা একেবারেই ভিন্ন শতকরা ৯৯ভাগ ইন্টারনেট কাজ করে অপটিকেল ফাইবারের সাহায্যে। অপটিকেল ফাইবার হচ্ছে অত্যান্ত শুরু বিশেষ যা মানুষের চুলের চেয়েও চিকন।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে আমরা যখন মোবাইলে ইন্টারনেট চালাই তখন তো মোবাইলে ক্যাবল সংযুক্ত থাকে না! তাহলে আমি কেনই বা ক্যাবলের কথা বললাম আসলে যে টাওয়ার থেকে আপনার মোবাইলে ইন্টার নেট আসে সে টাওয়ার থেকে সার্ভার পর্যন্ত ক্যাবল বিছানো থাকে। এবার আমি বিস্তারিত ভাবে বলব যে ইন্টার নেট কিভাবে এবং কোন কোন ধাপে কাজ করে,,



ইন্টার নেট আমাদের কাছ পৌছায় তিনটি ভিন্ন ভিন্ন স্তরে এই স্তরটিকে বলে  tr 1,  tr2,  এবং tr3.

ইন্টারনেট-২০১৯
TR-1 কোম্পানি


Tr1 হচ্ছে যারা এক দেশে থেকে আরেক দেশে সমুদ্রের তলদেশ দিয়ে জালের মত অপটিকেল ফাইবার বিছিয়ে রেখেছে এভাবেই একটি দেশ হতে অন্য আরেকটি দেশে ক্যাবলের সাথে যুক্ত হয়ে যায় তারপর প্রদেশ  ভিবিন্ন জেলায় বিভক্ত হয়ে যায়। তারপর বিভিন্ন টাওয়ারে পৌছায় সেখান থেকে আপনার মোবাইলে ক্যাবল বিহীন ইন্টারনেট আপনার মোবাইলে পৌছায়। এভার বিষয়টা আমরা আরেকটু প্র্যাকটিকেলি বুঝার চেষ্টা করব,, এভাবে যারা বিভিন্ন দেশে ফাইবার ক্যাবলের মাধ্যমে বিভিন্ন দেশে  ইন্টারনেট সংযুক্ত দেয় তারা Tr1 কোম্পানি এই Tr1  ইন্টারনেট স্পিড থাকে যেমনভাবে সেকেন্ডেই হাজারগুন বিদ্যুৎ চমকায়। বাংলাদেশে এমন একটি রয়েছে যার বাংলাদেশ সাবমেরিন কোম্পানি যার মাধ্যমে দুটি সাব মেরিন স্টেশন আছে একটি কক্সবাজার অন্যটি কুয়াকাটায়।

ইন্টারনেট টাওয়ার
ইন্টারনেট টাওয়ার


মোবাইল টাওয়ারের মাধ্যমে জেলায় জেলায় যারা ইন্টারনেট পৌছে দেয় তারা Tr2 কোম্পানি তারা প্রতি প্যাকেজের মূল্য হিসাবে টি আর ১ কে কিছু নিদিষ্ট পরিমান অর্থ পেরন করে। টিআর ২ এর কাছে বিভিন্ন এজেন্ট বা প্রোভাইডার সাধারন ক্রেতার হাত পর্যন্ত যারা পৌছে দেয় তারা টিআর ৩।

আজকের পোষ্টি কেমন লাগল বা কথায় ভূল ত্রুটি হল আমাদেরকে জানাবেন এবং পরবর্তীতে কি ধরনের পোষ্ট পেতে চান তাহলে আমাদেরকে মেইল করুন netbd@gmail.com