তারপর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বিন মুর্তজা বলেছেন, " আমাদেরকে ফাইনালে যেতে হলে অবশ্যই আমাদের আরও ভালো পারফরম্যান্স করতে হবে এবং আমাদের শক্তভাবে ক্রিকেট খেলতে হবে।। সেজন্য অবশ্যই পরের ম্যাচগুলোর দিকে ভালোভাবে নজর দেয়া জরুরি। ""
বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের শুরুর ম্যাচটাই ভালো খেলে অসাধারণ জয় লাভ করেছে৷ মাশরাফি বিন মর্তুজা আরও বলেন, """ যেকোনো টুর্নামেন্টের শুরুর ম্যাচটাতে ভালো করতে পারলে জয়ী হতে পারলে প্রত্যেক দলেরই আত্নবিশ্বাস জেগে উঠে। প্রস্তুতি ম্যাচ হারার পরে ছেলেরা কঠোর পরিশ্রম করেছে এবং বিজয়ী হয়েছে। পরের ম্যাচগুলোর জন্য একটা ভালো অবস্থানে থাকবে। ""
শুভকামনা বাংলাদেশের জন্য৷
1 Comments
R8
ReplyDelete