
আইপিএল ২০১৯ এর খেলাগুলো প্রায় শেষ এর দিকে। এখন ৪ টি দল প্লে অফে উঠেছে । আইপিএল এর প্লে অফে খেলাগুলো প্রায় নিশ্চিত হয়ে গেছে। এই ৪ টি দলগুলো হচ্ছে ;
১. মুম্বাই ইন্ডিয়ানস
২. চেন্নাই সুপার কিংস
৩. দিল্লি ক্যাপিটালস
৪. সানরাইজারস হায়দ্রাবাদ ।
এখানে মুম্বাই এবং চেন্নাই সুপার কিংস এই দুই দল কোয়ালিফায়ার খেলবে। এর মধ্যে যে টিম জিতবো সেই টিম সরাসরি ফাইনালে চলে যাবে।। আর এখানে যে দল হারবে সেই দলের আরেকটা সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার ।
আবার অপরদিকে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজারস হায়দ্রাবাদ এলিমিনেটর ম্যাচ খেলবে। এখানে যে দল জিতবে সেই দল কোয়ালিফায়ার এ যাবে৷ সেখানে ১ম কোয়ালিফায়ার এ যে দল হারবে তার মুখোমুখি হবে । এখানে যে দল জিতবে সেই দল ফাইনালে চলে যাবে।। অপর দলটি বিদায় নিবে৷
এক নজরে জেনে নিন ম্যাচের সুচিগুলো ;
১ম কোয়ালিফায়ার;
চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ানস
(৭ই মে,, ২০১৯) রাত ৮টা
এলিমিনেটর ঃঃ দিল্লি বনাম হায়দ্রাবাদ
(৮ই মে, ২০১৯) রাত ৮টা
২য় কোয়ালিফায়ার ; প্রথম কোয়ালিফায়ার এ হেরে যাওয়া দল বনাম এলিমিনেটর এ জয়ী দল
(১০ই মে,২০১৯) রাত ৮টা
ফাইনাল ম্যাচ ; ১ম কোয়ালিফায়ার বিজয়ী দল বনাম ২য় কোয়ালিফায়ার বিজয়ী দল
2 Comments
Gd
ReplyDeletego ahead
ReplyDelete