ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে রক্ষা পাবে যেভাবে...  চলুন জেনে নিই ;


ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে রক্ষা পাবে যেভাবে... 

সারাবিশ্বে ফেসবুক দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।  আবার ফেবুকের নিরাপত্তা নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে।  
সেদিন আমাকে অনেকে জানালো যে, তাদের অনেকের ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং অনেকের ফেসবুক আইডি ডিজাবেল হয়ে যাচ্ছে।  
ফেসবুক আইডি Hacked এর চেয়ে Disable এর সংখ্যাটিই বেশি!!!  
আপনার ফেসবুক আইডি হ্যাক বা ডিজাবেল হয়ে যাচ্ছে?????  চিন্তা কইরেন না, আমি চইল্লা আইছি। 
যাইহোক,  আমি আপনাদের কিছু টিপস দিবো আজকে যার মাধ্যমে আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া তো দুরের কথা ডিজাবেল ও হবে না। 

চলুন জেনে নিই টিপসগুলো ;; 

১. আপনার ফেসবুক একাউন্টটি অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র ( NID Card)  এর নাম,  জন্ম তারিখ এর সাথে মিল রেখে একাউন্ট তৈরি করবেন।  আর যাদের মিল নেই তারা এক্ষুনি সেটি করে নিন। 
তাহলে আপনাদের ফেসবুক আইডিটি ১০০% নিরাপদ থাকবে এবং আইডি ডিজাবেল বা নিস্ক্রিয় হবে না।। 
যদি কোনো কারণে আইডিটি নিস্ক্রিয় হয়েও যায়, তবুও আপনার আইডি card টি ফেসবুক এ জমা দিলে আইডিটি ঠিক হয়ে যাবে। 
২. আপনার গোপনীয়তা আপনার জন্মসাল,তারিখ, ইমেইল ও ফোন নাম্বারটি অবশ্যই Only Me ( অনলি মি ) করে রাখবেন। 
৩. আপনারা ফেসবুক একাউন্ট তৈরি করার সময়  নাম্বার এর সাথে ইমেইল যোগ করে দিবেন।  কেননা ফেসবুক কতৃপক্ষ  অনেকে আইডির নিরাপত্তা পর্যবেক্ষন করে, তখন যেসব আইডির ইমেইল যোগ করা থাকে না,  সেগুলো ডিজাবেল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশী। 
৪. আপনার স্কুল, কলেজের,  পাসপোর্ট,, স্মার্ট কাড বা বৈধ কোনো আইডি কাড ফেসবুক এ আপলোড দেওয়া থেকে বিরত থাকুন। কেননা ওগুলো কাজে লাগিয়ে অনেকে আপনার ফেসবুক আইডি নষ্ট করে দিতে পারে।  
৫. ফেসবুক এ থাকা সকল নতুন নতুন ফিচার অন বা চালু করে রাখুন। 
৬.প্রোফাইল পিকচার গাড অন করে রাখাও ভালো।  আর যারা ব্যক্তিগত গোপনীয়তা প্রাইভেসি করে রাখতে চান,  তারা অবশ্যই প্রোফাইল লক করে রাখতে পারেন ।
৭. পাসওয়ার্ডটি অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করবেন।
৮. অপরিচিত কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো  link সেন্ড করে,,  সেইসব Link এ Click করা থেকে বিরত থাকুন।  অনেক ফিশিং সাইট রয়েছে যেগুলো link এ  ক্লিক করলে ওইটি হুবহু ফেসবুক এর মতো দেখা গেলেও সেখানে আপনি লগ ইন করতে চাইলে,  সেটি আপনার Log In Access information গুলো পেয়ে যাবে।  এর ফলে হ্যাক হয়ে যাবে আপনার আইডিটি।
৯. Two Step Verification  অবশ্যই চালু করে রাখবেন।

ধন্যবাদ সবাইকে।  আশা করি উপরোক্ত টিপসগুলো মেনে চললে আপনার একাউন্ট নিরাপদে থাকবে & নিস্ক্রিয় হবে না।

ফেসবুক এ আমাকে পেতে এখানে ক্লিক করুন